সিলেটপোস্ট রিপোর্ট ::অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অর্থ নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দিচ্ছে, যা এ খাতের জন্য খুব স্বাস্থ্যকর নয়।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের এজিএম অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সুদ হার যাতে এক অংকে পৌঁছায়, সেদিকে নজর দেয়া দরকার। আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগল। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ, কোথাও লিকুইডিটির (তারল্য) কোনো সমস্যা নেই। অনেকে বলেছেন, তাদের হাতে লিকুইডিটি রয়েছে, পয়সা রয়েছে, তারা ব্যবহার করতে পারছেন না।’
তিনি বলেন, ‘এ বছর নির্বাচনের বছর। এ বছর অর্থনীতির স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের বছরে অর্থনীতি স্বাভাবিকভাবে তত ভালো কাজ করে না। তবুও আমি আশা করছি, গেল বছরের চেয়ে এ বছর প্রবৃদ্ধির হার বাড়বে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, নির্বাচনী বছরে অন্য রকম পরিস্থিতি হওয়ার সুযোগ নেই।’
মুহিত আরও বলেন, ‘শনিবার আমি সিদ্ধান্ত নিয়েছি- সংকট মেটাতে সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে। বর্তমানে এটি ২৫ শতাংশ পর্যন্ত অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যায়।’