সিলেটপোস্ট ডেস্ক ::ফুটবল ক্যারিয়ারে স্প্যানিশ লা লিগায় ৩২৮তম জয় দেখলেন লিওনেল মেসি। এতে রাউল গঞ্জালেসকে টপকে রেকর্ডের আরো কাছাকাছি পৌঁছলেন এফসি বার্সেলোনার এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোববার স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে ২-০ গোলে জয় কুড়ায় বার্সেলোনা। ম্যাচে এক গোল করেন মেসিও। ক্যারিয়ারে লা লিগায় ৪৩৭ ম্যাচে ৩২৮ জয় দেখলেন মেসি। এতে তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিয়ার্ড স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে। লা লিগায় ৫৫০ ম্যাচে ৩২৭ জয় দেখেছেন রাউল। জিরোনার বিপক্ষে হতাশার স্মৃতি ছিল বার্সেলোনার।
চলতি লা লিগায় নিজ মাঠে ২-২ গোলের ড্রতে জিরোনার কাছে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। আর রোববার জিরোনার মাঠেও স্বস্তি ছিল না কাতালানদের। ম্যাচের নবম মিনিটে ডিফেন্ডার নেলসন সেমেদোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে একের পর আক্রমণে বার্সেলোনার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে স্বাগতিকরা। ম্যাচে বার্সেলোনার গোলমুখে ১৩টি শট নেয় জিরোনা। অনটার্গেটে এর পাঁচ শট রুখে দেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। ৫১তম মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার বারনার্দো এসপিনোসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। আর ৬৮তম মিনিটে মেসির গোলে স্বস্তি ফেরে বার্সেলোনা শিবিরে। চলতি মৌসুমে এটি মেসির ২৬তম গোল আর লা লিগায় সর্বোচ্চ ১৯তম। স্প্যানিশ লা লিগায় সর্বাধিক জয়ের রেকর্ডটি রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। ক্যারিয়ারে ৫১০ ম্যাচে ৩৩৪টি জয় দেখেছেন ক্যাসিয়াস। তালিকার দ্বিতীয় স্থানেও একজন গোলরক্ষক। ক্যারিয়ারে বার্সেলোনার লিজেন্ডারি গোলরক্ষক আনদোনি জুবিজারেতা লা লিগায় ৬২২ ম্যাচে দেখেছেন ৩৩৩ জয়।
ইউরোপিয়ান গোল্ডেন স্যু পুরস্কারের দৌড়েও এগিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী লিওনেল মেসি। লা লিগায় ১৯ গোল নিয়ে মেসির সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে মেসির পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি লীগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই’র ১৭ গোলের তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে ১৬ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সাম্পদোরিয়ার স্বদেশি স্ট্রাইকার ফাবিও কোয়ালিয়ারেল্লা। চলতি লা লিগায় ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তালিকার ১৩ নম্বরে থাকা জিরোনার সংগ্রহ ২৪ পয়েন্ট ।
খেলোয়াড় ম্যাচ জয়
ইকার ক্যাসিয়াস ৫১০ ৩৩৪
আনদোনি জুবিজারেতা ৬২২ ৩৩৩
লিওনেল মেসি ৪৩৭ ৩২৮
রাউল গঞ্জালেস ৫৫০ ৩২৭
জাভি হারনানদেজ ৫০৫ ৩২২