সিলেটপোস্ট ডেস্ক ::শ্রীলঙ্কা সফরে অবশেষে ম্যাচ খেলার জন্য নামতে পেরেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। বৃষ্টির কারণে প্রথম চারদিনের ম্যাচ পরিত্যক্ত হলেও সূচী পরিবর্তন করে তা ৩ দিনের ম্যাচে পরিণত করা হয়। সেই ম্যাচে রবিবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথমদিন শেষে ৬ উইকেটে ২৭০ রান তুলেছে বাংলাদেশ ‘এ’। হাম্বানটোটায় ওপেনার জহুরুল ইসলাম ৯০ ও মোহাম্মদ মিঠুন ৯২ রানে সাজঘরে ফিরে উভয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। জহুরুল ও সাদমান ইসলাম অনিক ৯০ রানের জুটি গড়েন। উভয়ে অর্ধশতক হাঁকান। সাদমান ১১২ বলে ৮ চারে ৫৩ রানে বিদায় নিলেও জহুরুল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। চতুর্থ উইকেটে জহুরুল-মিঠুন ১৩৭ রানের বিশাল জুটি গড়ে দলকে ভাল অবস্থানে নিয়ে যান। মিঠুন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ১২০ বলে ১০ চার, ৩ ছক্কায় ৯২ রান করার পর রানআউটে সাজঘরে ফিরলে জুটি ভেঙ্গে যায়। এরপর জহুরুলও ২১০ বলে ৮ চারে ৯০ রানে বিদায় নেন। ৬ উইকেটে ২৭০ রান তুলে প্রথমদিন শেষ করে বাংলাদেশ। অফস্পিনার রমেশ মেন্ডিস ২ উইকেট নিয়েছেন।