সিলেটপোস্ট ডেস্ক ::সম্প্রতি একাধিক মডেলের গাড়ির দামে ৫ হাজার টাকা করে ছাড় দিয়েছিল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। এবার মারুতি সুজুকি ব্র্যান্ডের বেলেনো আরএস গাড়ির দাম ১ লাখ টাকা কমিয়ে দিল ভারতের নাম্বার ওয়ান গাড়ি প্রস্তুতকারী কোম্পানিটি। এই গাড়িটির পূর্বে দাম ছিল ৮ লাখ ৭৬ হাজার টাকা। লাখ টাকা কমানোর ফলে এখন গাড়িটির দাম দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার টাকায়। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের কোম্পানিগুলোর জন্য কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন।