
বলতে গেলে টুইটারে ঝড় তুলেছেন এই তরুণ। বয়ফ্রেন্ড দিবসে অনেকেই তাকে নিজের বয়ফ্রেন্ড দাবি করে করছেন টুইট।
শুধু আজই হিকগাকে নিয়ে টুইট হয়েছে লাখের ওপর। সেখানে কেউ জানাচ্ছেন তাকে বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা আবার কেউ বা বলছেন তার প্রতি ভালোবাসার কথা।
পড়াশোনার পাশাপাশি মূলত হিকগা কিম একজন জনপ্রিয় কোরিয়ান ভ্লগার। তার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল। এছাড়া ইন্সাটাগ্রাম ও টুইটারেও রয়েছে সরব উপস্থিতি।
সব মিলিয়ে বয়ফ্রেন্ড দিবসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই তরুণ।