
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সংঘবদ্ধ চোর চক্রকে গ্রেপ্তার করার স্বার্থে বিষয়টি গণমাধ্যমের কাছে গোপন রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।
গ্রেফতার হওয়া সাব্বির আহমেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তানভীর কিশোরগঞ্জের সদর উপজেলার উত্তর মোল্লাবাড়ী এলাকার চান মিয়ার ছেলে।
এর আগেও গত ২৬ সেপ্টেম্বর সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ ঢাকার সাভারে রিকশাওয়ালা সেজে একজন হত্যা মামলার আসামি ধরে ফেলেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, গত ১১ সেপ্টেম্বর সকালে সাব্বির আহমেদ তার জমি চাষ করবেন বলে লাক মিয়া নামের একজন ট্রাক্টর মালিককে সখীপুরের কচুয়া বাজারে আসতে বলেন। লাক মিয়া ট্রাক্টর চালিয়ে কচুয়া বাজারে আসেন। সংঘবদ্ধ চোরেরা ওই লাক মিয়াকে জুসের সঙ্গে নেশা খাইয়ে বাজারের একটি ঘরে অচেতন করে ট্রাক্টর নিয়ে সটকে পড়েন। ওই চক্র লাক মিয়ার একটি স্মার্ট ফোনও নিয়ে যায়। ওইদিন বিকেলে অচেতন অবস্থায় লাক মিয়াকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর লাক মিয়া বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। এরমধ্যে সাব্বির আহমেদ ওই লাক মিয়ার মুঠোফোনে কথা বলেন। বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা দিলে ওই ট্রাক্টর ফেরত দেওয়া হবে বলে সাব্বির জানায়। লাক মিয়া বিষয়টি থানা পুলিশকে জানায়।
আসামি সাব্বিরকে ধরতে সখীপুর থানার নারী কনস্টেল পারুল আক্তার ওই নম্বরে ফোন দিয়ে প্রেমের অভিনয় করেন। এক পর্যায়ে সাব্বির ওই নারী পুলিশের প্রেমে পড়ে যায়। গত ২৭ সেপ্টেম্বর সকাল বেলায় সাব্বির তার প্রেমিকা পারুলের সঙ্গে দেখা করতে সখীপুর আসে। সখীপুর পিএম মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে পারুলের সঙ্গে সাব্বিরের দেখা হয়। সাদা পোশাকে পুলিশ ওই বিদ্যালয়ের আশপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে ওই নারী পুলিশ সাব্বিরের কলারে ধরে টানা হেঁচড়া শুরু করলে সাদা পোশাকের পুলিশ গিয়ে সাব্বিরকে ধরে ফেলে।
পরে সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সাব্বিরের সহযোগী তানভীরকের পুলিশ গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর পুলিশ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকা থেকে ওই ট্রাক্টর উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সাব্বির ওই ট্রাক্টরটি ইতিমধ্যে বিক্রি করে দেয়। পুলিশ ট্রাক্টর বিক্রির ৫০ হাজার টাকাও উদ্ধার করেছে। ওসি আরও বলেন, এর আগে সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ রিকশাওয়ালা সেজে হত্যা মামলার আসামি ধরেন।