
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা- এফডিএ এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা তাদের প্রাথমিক পরীক্ষায় বেশ কিছু ব্র্যান্ডের রেনিটিডিনের মধ্যে পরিবেশ দূষণজনিত এন-নিট্রোসডিমিথাইলামাইন-এনডিএমএ নামে ক্যান্সারের উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি পায়। এ ঘোষণার পর, যুক্তরাষ্ট্রের এই ওষুধ প্রস্তুত কোম্পানি- স্যান্ডোজ তাদের রেনিডিটিন ওষুধ সরবরাহ বন্ধ করে।
এনডিএমএর ক্ষতিকর মাত্রা নিশ্চিত না হলেও সতর্কতা হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি রেনিটিডিন সরবরাহ ও বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়। পরে, ভারতের ওষুধ কোম্পানি ড. রেড্ডিস ফার্মাসিউটিক্যালস ও গ্ল্যাক্সো স্মিথক্লাইন এই ঘোষণা দেয়।
বিশ্বজুড়ে এ পদক্ষেপের পর, রোববার দেশে এ বিষয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠকে বসে ওষুধ প্রশাসন অধিদফতর। পরে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দেশের মানুষের স্বাস্থ্যের হুমকির কথা বিবেচনায় এনে রেনিটিডিন তৈরির কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা-এফডিএর ফর্মূলায় বাংলাদেশে ওষুধ তৈরি হয় এজন্য তাদের পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান।
সর্তকতা হিসেবে এ সিদ্ধান্ত বলে জানায় সংস্থাটি।