সিলেটপোস্ট ডেস্ক ::সিলেটের জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদের কালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনফর আলীকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।
তিনি জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।
প্রসঙ্গত, জালালাবাদ থানা এলাকায় ‘মনফর বাহিনী’ ত্রাস হিসেবে পরিচিত বলে অভিযোগ আছে। এ বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। জালালাবাদে চেঙ্গেরখালে বালুর নৌকা থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত তিনি। এর আগে একাধিকবার মনফর আলী ও তার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার হন।