সুনামগঞ্জ প্রতিনিধি::কারোনাকালে জেলা ব্যাপি মানবিক কল্যাণমুখি কর্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জে ৯৫ জন প্রবীণ ব্যক্তিকে দুই হাজার টাকা করে বয়স্ক ভাতা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ।
রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগঁাও এলাকায় উপকারভোগীদের অনুদানের টাকা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুল ছোবাহান এর সভাপতিত্বে ও এম আই এস অফিসার মোঃ মণিরুজ্জামান মণিরের সঞ্চালনায়ূ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এর এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া ছোটন, বাঞ্চ ম্যানেজার মোঃ মতিউর রহমান,প্রবীন কর্মসূচীর কর্মকতার্ মোঃ আব্দুর রহিম খলিফা,প্রবীন কমিটির সদস্য বাচ্ছু মিয়া,মান্নান মিয়া,আব্বাস মিয়া প্রমুখ। পরে ৯৫ জন প্রবীন ব্যক্তির প্রত্যেকে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন অতিথিরা। এছাড়াও আরো প্রবীন মৃত পরিবারের ৭ জনকে ২ হাজার করে ১৪ হাজার টাকা প্রদান করেন অতিথিরা।