সিলেটপোস্ট ডেস্ক::দুদিনের বিরতির পর সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। ফলে সিলেটে বন্যা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। গত দুদিন নদনদীর পানি ধীরে ধীরে কমতে থাকলেও হাওড়ের পানির উচ্চতা না কমায় পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে। আবারো নদীর পানি বাড়ায় হাওড়ের পানিও বাড়তে শুরু করেছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা শুরু হয়েছে সরকারি ও বেসরকারিভাবে।
আজ দুপুর ১২টায় সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সারি, লোভা, পিয়াইনসহ বিভিন্ন নদনদীর পানিও সকাল থেকে বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটের কানাইঘাটে সর্ব্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।