
গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও নিহত সিরাজ উদ্দিনের ভগ্নীপতি হারুন অর রশীদ জানান, ২ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪ টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়ে ছিলেন সিরাজ উদ্দিন। হঠাৎ একটি গরু ভারতের অভ্যান্তরে প্রবেশ করে। ওই গরুটি নিয়ে আসতে ভারত সীমান্তে সিরাজ প্রবেশ করেন। এসময় খাশিয়া যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই সিরাজ উদ্দিন প্রাণ হারান। রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, বিছনাকান্দি সীমান্তে খাশিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে থানার এসআই জুনেলকে পাঠানো হয়েছে।