জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফুসফুসে টিউমার ও ক্যান্সারে আক্রান্ত জেনি বেগমের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে নলুয়া প্রবাসী সংঘের পক্ষ থেকে ৬০ হাজার ও চিলাউড়া–হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ইলাছ মিয়ার পক্ষ থেকে ৪০ হাজারসহ মোট এক লক্ষ টাকার চেক সালদিঘা গ্রামের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত জেনি বেগমের হাতে তুলে দেওয়া হয়।
এসময় এলাকার বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান মুজিব, আব্দুল জলিল, আব্দুল সোবাহান, নুরুল হক সাজিদ, ইলাছ মিয়া, গৌছর আলী, মামুনুর আবরার, সিহাব উদ্দিন, মকদ্দুছ মিয়া, ছইল মিয়া, জিয়াউল হক, মামুন আহমদ, রিপন আহমদ, জুম্মান আহমদ, কৌরুশ আলী, সালমান আহমদ প্রমুখ।