সুনামগঞ্জ প্রতিনিধি::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি, জামাতের মদদপৃষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কতর্ৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ সুনামগঞ্জ জেলা শাখার নেতাকমর্ীরা।
সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে আওয়ামী সেচ্ছা সেবকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, আওয়ামী সেচ্ছা সেবকলীগের সহ সভাপতি সুমন আহমদ, শামীম আহমেদ মিন্টু, আবু উবায়দা আহমদ রিতু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি জামাত সাধারণ মানুষকে ভুল বুজিয়ে ঐ দেশের শান্তি নষ্ট করতে চাই, আমরা আজকে ঐ মানববন্ধন থেকে সাধারণ মানুষকে বলে দিতে চাই, ঐ সব বিএনপি, জামাতের কথা আপনারা কানে নিবেন না এরা দেশ ও জাতির শক্রু।