দোয়ারাবাজার প্রতিনিধি::দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নে সার্বজনীন শ্রী শ্ৰী দূর্গা মন্দির ও লোকনাথ মন্দির এর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজারের প্রাণ কেন্দ্র আখড়া মার্কেটের পশ্চিম পাশে গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও রিংকু দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, লক্ষিপুুুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, আওয়ামীলীগ মো.আলাউদ্দিন,আবুল কালাম, সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, শাহাব উদ্দিন তালুকদার, মুশাররফ হোসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকে বিশ্বজিৎ চক্রবর্তী, এড. বিমান কান্তি রায়, বিমল বর্ণিক, দোয়ারাবাজার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গুরুদাস দে, তমাল সরকার, ভানু সুত্রধর, খোকন রায়, সোনাধন দে, অজিত চন্দ্র দাস, গৌরাঙ্গ লাল শিকদার, মলয় দেব প্রমূখ।
দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি
উল্লেখ দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মুলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের মাঝে স্যানিটারী নেপকিন বিতরণের শুভ উদ্বোধন। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।