সুনামগঞ্জ প্রতিনিধি::রাজধানীর মোঘলটুলি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পেরেশন কতর্ৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবকদল।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের খামার খালের সামনে আসলে পুলিশ জেলাস্বেচ্ছাসেবকদল কর্মীদের বাধা দেয়।
পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবকদল নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান,সাধারন সম্পাদক মুনাজ্জির হোসেন,সহ-সভাপতি ইকবাল হোসেন,সুহেল মিয়া,খালেকুজ্জামান সুহেল,শাহজাহান মিয়া প্রমুখ।
এ সময় বক্তরা বলেন,স্কুলের নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমানের নাম দেশ থেকে মুছে ফেলা যাবে না। অবিলম্বে তারা স্কুলের আগের নাম বহাল রাখার দাবি জানান।