জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরসভার নির্বাচনে বিশিষ্ট সামাজ সেবক যুক্তরাজ্যের ইয়র্ক আওয়ামীলীগ এর সভাপতি রাকিব আলীর উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়ার সমর্থনে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অংশ গ্রহনে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে পৌর শহরে বিশাল নির্বাচনী প্রচারনা মিছিল শেষে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নৌকার প্রার্থী মিজানুর রশিদ ভূইয়া। মেয়র প্রার্থী বলেন, বিগত নির্বাচনের ন্যায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ পৌরবাসীকে প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো। এ সময় পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিজুর রাহমান, আওয়ামী লীগ নেতা আনসার মিয়া, সুরুজ্জামান, গোলাম রাব্বানী, মাহমুদুল হাসান কোরেশী, ওলিউর রাহমান সাফুর, যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য ফতু মিয়া, ইউপি সদস্য কানন মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম আহবায়ক কয়ছর রশিদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।