সিলেটপোস্ট ডেস্ক::ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন সদস্য। ভারতীয় বিমান বাহিনীর ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামের আকাশযানে চড়ে দিল্লি গেছেন তারা।
আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশেষ কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের ৭০ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকছে। এ নিয়ে বেশ আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।