গোয়াইনঘাট প্রতিনিধি::গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রণে হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী (১৫ জানুয়ারি) শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আসছেন।
শুক্রবার বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এবং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান উপজেলা ফুটবল দলকে আরো শক্তিশালী করতে খেলোয়াড়দের সাথে ব্যস্ত সময় পার করছেন। কামরুল হাসানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, প্রীতি ম্যাচটি জয়ের ব্যাপারে তারা আশাবাদি এবং জয়ের লক্ষ্যেই ফুটবলারদের প্রস্তুত করছেন তারা।
উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পৃষ্টপোষকতায় ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী’ সমগ্র বাংলাদেশের বিভিন্ন উপজেলায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে থাকে।