জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পান–সুপারি বিক্রেতা অষ্টম শ্রেনির ছাত্রী মনিকা রানী দে’র পরিবারে নগদ দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. মেহেদী হাসান নগদ সহায়তা মনিকা’র হাতে তুলে দেন।
উল্লেখ্য, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা স্বর্গীয় পিযুষ দে’র চতুর্থ মেয়ে মনিকা রানী দে লেখা–পড়ার পাশাপাশি জগন্নাথপুর বাজারে দীর্ঘদিন ধরে পান–সুপারির ব্যবসা করে চার বোন ও মাকে নিয়ে সংসারের খরছ চালিয়ে যাচ্ছে। বর্তমানে তাঁরা পৌরসভার সুইসগেইট এলাকার একটি কলোনিতে ভাড়ায় বসবাস করছে। মনিকা’র বড় বোন ছাড়া সবাই লেখা–পড়া চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মনিকা’র বড় তিন বোন মধ্যে দু’বোন বিউটি পার্লারে কাজ করে এবং একজন একটি বীমা অফিসে পার্ট টাইম কাজ করছে। তবে সবমিলেই মনিকা’র পান–সুপারি ব্যবসার উপর তাদের পরিবার নির্ভরশীল।