সিলেটপোস্ট ডেস্ক::পুরান তেতলী মোকামবাড়ী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা পুরান তেতলী মোকামবাড়ীর উদ্যোগে গত শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মোকামবাড়ীস্থ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল (রহ.) বিভাগীয় বাউল সংসদ এর সভাপতি ফকির মহাজন আফছান উদ্দিন এর সভাপতিত্বে ও ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক আশরাফ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান তেতলী জামে মসজিদের মুতাওয়াল্লী সুরুক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফয়জুল ইসলাম পীর, ৩নং তেতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল, ৩নং তেতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকু, সিলেট জেলা যুবদলের সদস্য মকসুদুল করীম নুহেল, অলিউর রহমান অলি, সিলেট জেলা তরুণ দলের সদস্য সচিব সাদেক আহমদ, সমাজসেবী শেখ কবির আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদলের সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুতাকাব্বির চৌধুরী ছাকী, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, এডভোকেট শেখ নাজমুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সামী ফুডস এর সত্ত্বাধিকারী সাফায়াত খান, আব্দুল মানিক, জামাল হাসান মুরাদ, মো. সানুর আহমদ। আয়োজক কমিটি মধ্যে উপস্থিত ছিলেন, রুহেল, নাঈম, জুনেদ, আলী আসকর, জাকির হোসেন, রুহুল আমীন, নিপু প্রমুখ।