জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই সাংবাদিক করোনা ভ্যাকসিন নিয়েছেন। সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা নেন দৈনিক মানবজমিন জগন্নাথপুর প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায়। এর পরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মধ্যে দ্বিতীয় টিকা নেন দৈনিক প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব।
ভ্যাকসিন নেওয়ার পর জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায় জানান, এটি অন্য ভ্যাকসিনের মতোই, এর কোনো নপার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি আরও বলেন, ভ্যাকসিন নেওয়ার পর তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন। সাংবাদিক অমিত দেব জানান, জগন্নাথপুর উপজেলার সবাই নিবন্ধন করে নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন। বিশেষ করে সম্মুখসারির যোদ্ধাদের তিনি ভ্যাকসিন নিতে আহ্বান জানান।