সিলেটপোস্ট ডেস্ক::প্রতারণা করে টাকা আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা আহমদ আলী (৪৮) নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকল রবিবার প্রবাসী আহমদ আলী আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবারক আলী বাদী হয়ে ২০১৯ সালের ২৩ জুন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা প্রতারণা করে আত্মসাত করার অভিযোগে প্রবাসী আহমদ আলীকে একমাত্র অভিযুক্ত করে মামলাটি দায়ের করে ছিলেন। মামলা নং বিশ্বনাথ জিআর ১২১/১৯ইং।
টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামী প্রবাসী আহমদ আলীকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আসামী উচ্চ আদালতের জামিন শেষে রোববারর সিলেট জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আত্মীয়তার সম্পর্ক থাকায় ব্যাংক মারফতে আহমদ আলীকে আবারক আলী ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা ঋন (ধার) দেন। কিন্তু টাকা ঋন নেওয়ার পর তা পরিশোধ না করে শেষ পর্যন্ত আবারক আলীর সঙ্গে প্রতারণা করেন প্রবাসী আহমদ আলী।