জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::যত দিন বাড়ছে টিকাদান কেন্দ্রে আগ্রহীদের ভীড় বাড়ছে সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গত ৭ দিনে ১২৩৮ জন নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। ভ্যাকসিন নিয়ে ভয় আর শঙ্কা কেটে যাওয়ার পর থেকে টিকাদান কেন্দ্রেগুলোতে টিকা গ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত কোনো টিকাগ্রহীতাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাঁরা সবাই সুস্থ আছেন। টিকা কার্যক্রমের উদ্বোধনের পর থেকে রোববার (১৪ ফেব্রুয়ারী) পর্যন্ত টিকা নিয়েছেন ১২৩৮ জন। এর মধ্যে রোববার টিকা নিয়েছেন ১৭০জন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, জগন্নাথপুরে প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুই করে
দেওয়া হবে। শুক্রবার ব্যতিত অন্যসব দিনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে।