সিলেটপোস্ট ডেস্ক::অস্ট্রেলিয়ায় গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে সংবাদ পড়া ও শেয়ার দেয়ার সুযোগ বন্ধ করেছে ফেসবুক। স্থানীয় এবং আন্তর্জাতিক সকল গণমাধ্যমের ফেসবুক পেজ বন্ধ পাচ্ছেন দেশটির নাগরিকরা।
তবে একে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে ফেসবুক। দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পেজেও ঢুকতে পারছেন না অস্ট্রেলিয়ানরা। অন্য দেশেও পড়া যাচ্ছে না অস্ট্রেলিয় গণমাধ্যমগুলোর সংবাদ। এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে দেশটির সরকার।
পাশাপাশি গতকাল থেকেই বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার স্বাস্থ্য, জরুরি সেবা ও অন্যান্য খাতের বেশ কিছু প্রতিষ্ঠানের ফেসবুক পেজ। তবে পরে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, এ ক্ষেত্রে তাদের কিছুটা ত্রুটি আছে। ওই সব পেজ তারা বন্ধ করতে চায়নি। ভুল করে হয়ে গেছে।