জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র
চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সমাজ সেবক, গণমানুষের প্রিয় মুখ, প্রবাসী সিরাজুল ইসলাম আশিক। তিনি প্রবাসে থেকেও সামাজিক সংগঠনের মাধ্যমে ইউনিয়নের জনসাধারনের সেবা চালিয়ে যাচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ করে গেছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা। এছাড়া গোষ্টি ও গ্রামের জনসাধারনের মধ্যে মতবিনিময় করে যাচ্ছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারী) বাদ মাগরিব চেয়ারম্যান প্রার্থীর নিজ বাড়ীতে বাগময়না গ্রামের সকল জনসাধারদের নিয়ে মত বিনিময় করেন। এ সময় গ্রামের সকল দলের নেতাকর্মী সহ সকল জন সাধারন উপস্থিত ছিলেন। গ্রামের মতবিনিময় সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম আশিক বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও জনসেবা মূলক কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইউনিয়নের উন্নয়নে অংশীদার হতে নির্বাচনে আসছি। চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত রানীগঞ্জ
ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে আজ গ্রামের সকলকে নিয়ে মতবিনিময় করছি। ইউনিয়নের সকল জনসাধারন যদি আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচীত করেন। তাহলে আমি এই ইউনিয়ন কে একটি আধুনিক, ডিজিটাল, মডেল, ইউনিয়ন গড়ে তুলবো। আমি আশা করি এলাকার সব শ্রেনীর মানুষ আমার পাশে থাকবেন এবং আমি সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই ইউনিয়নের সাধারন মানুষের সুখে দুখে পাশে থাকব। এই এলাকার মানুষ তাদের নিজের
সন্তান হিসেবে আমাকে গ্রহণ করবে এটা আমার আশা।