সিলেটপোস্ট ডেস্ক::আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী- করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় আলোচনা সভা, মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী।
মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো.
ছমর উদ্দিন মানিক। মাদরাসার শিক্ষক শাহ জুনেদ আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, ইমরান আহমদ ও মারজানা ইয়াসমিন।
আরো উপস্থিত ছিলেন, কল্যাণপুর ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মান্নান মিয়া,
ইসমাঈল আলী চৌধুরী, ফারহান আহমদ, ইয়ামুন মিয়া, আরমান আহমদ ও শুভ আহমদ প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি