ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসুস্থ
নেতাকর্মীদের শারিরীক খোঁজ খবর নিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও সিলেট-২ আসনের সম্ভাব্য
বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন। শনিবার দিনব্যাপী উপজেলার উমরপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি অসুস্থ
আব্দুল গফুর মেম্বার ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান আহমদের অসুস্থ পিতাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক
নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তঁাদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি দলের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে
ছিলেন,অভিবক্ত বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ
মান্নান, উপজেলা বিএনপি নেতা এইচ এম রায়হান, হাজী জমির আলী, বদরুল আলম প্রমুখ। অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন,বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের কর্ণধার বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশিত মতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে কাজ করে
যাচ্ছি। আওয়ামীলীগ সরকারের রুষানলে পড়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ মামলা হামলায় নিপিড়িত হয়ে মানবেতর জীবন যাপন
করছেন। দলের এসব নেতা-কমর্ীদের অবদান ভুলার নয়।সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
দলের স্বার্থে কাজ করার আহব্বান জানান তিনি।