সিলেটপোস্ট ডেস্ক::সৌদি আরবে ইখতিয়ার উদ্দিন স্বপন (৪০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় ২২ মার্চ সোমবার দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। জানা গেছে, স্বপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
নিহতের মামা চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া গণমাধ্যমকে জানান, প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে সৌদি আরব যান স্বপন। সেখানে একটি গ্যারেজ পরিচালনা করতেন তিনি। ২২ মার্চ সোমবার দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। এ সময় তার গলায় লোহার তার প্যাঁচানো ছিল।
পরে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা ২৩ মার্চ মঙ্গলবার ফোন করে স্বপনের বাড়িতে তার মারা যাবার ঘটনা জানান। সৌদি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে। লাশ ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেন মোহন মিয়া। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।