জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে চলতি বোরো মৌসুমে কৃষকদের মধ্যে ভুর্তকির মাধ্যমে ধানকাটার মেশিন বিতরণ
করা হয়েছে। মঙ্গলবার (৬এপ্লিল) দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে ও উপজেলাকৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় জগন্নাথপুরের ৮জন কৃষকদের মধ্যেই ধানকাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
বিতরণকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল মশাহিদ, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা
কার্যক্রমের আওতায় ৭০ শতাংশ ভূর্তকীতে জগন্নাথপুরের বিভিন্ন গ্রামের ১০ জন কৃষক কে ৩১ লাখ টাকার মূল্যের ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। গতকাল ৮জনকে এই মেশিন দেওয়া হয়েছে। তিনি জানালেন, চলতি বোরো মৌসুমী পাকাধান কাটতে এই মেশিনে স্থানীয়রা কৃষকরা খুবই উপকৃত হবেন।