সিলেটপোস্ট ডেস্ক::ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ সাইবার অপরাধ সম্পর্কিত মামলার বিচারের জন্য সম্প্রতি সিলেটসহ দেশের আট বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সাইবার অপরাধ সম্পর্কিত মামলার জট কমাতে সাইবার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিষয়টি গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে- তথ্যপ্রযুক্তি আইনে মামলার জন্য ঢাকায় একটিমাত্র সাইবার ট্রাইব্যুনাল ছিল।
গুজব ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি, ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
আটটি ট্রাইব্যুনাল হচ্ছে- ঢাকা সাইবার ট্রাইব্যুনাল, সিলেট সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল, রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল, খুলনা সাইবার ট্রাইব্যুনাল, বরিশাল সাইবার ট্রাইব্যুনাল, রংপুর সাইবার ট্রাইব্যুনাল ও ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের সাইবার ট্রাইব্যুনালের অধীনে আছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা।
এতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির আগে করা মামলাগুলো প্রজ্ঞাপন জারির ৩০ কার্যদিবসের মধ্যে স্থানীয় অধিক্ষেত্রসম্পন্ন সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।