রাশিয়ার প্রেসিডেন্ট
পুতিনকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে ‘আগ্রাসী ব্যবস্থা’ গ্রহণ করলে, রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। গত বছরের এপ্রিলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে লড়াই শুরু হয়েছে, তা অবসানে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নতুন করে আলোচনায় বসার সুযোগ গ্রহণ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। বেলারুশে ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে শান্তি আলোচনার আগে পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই চলছে। গতকাল ক্রামাতোর্স্কের একটি গুরত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও একটি আবাসিক এলাকায় চালানো রকেট হামলায় কমপক্ষে ৮ বেসামরিক মানুষ ও ৪ সেনা সদস্য নিহত হন। সরকারি কর্মকর্তারা বলছিলেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকাসমূহ থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি বিচ্ছিন্নতাবাদীরা। এ পর্যন্ত সহিংসতায় ৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সম্প্রতি গত কয়েক সপ্তাহে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে।
