ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রোমান ক্যাথলিক গির্জার এক অধিবাসীর মৃত্যুতে প্রার্থনা করছিলেন গির্জার ধর্মযাজক। ব্রাসিলিয়ার কাছে একটি কবরস্থানে খোঁড়া কবরের কাছে মৃতের কফিনটি রাখা ছিল। লাশের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন ধর্মযাজক অ্যালেক্স নোভাইস ডি ব্রিটো। এ সময় হঠাৎ তার পায়ের তলা থেকে মাটি সরে গেলে তিনি এবং শেষকৃত্যের দায়িত্ব পালরত ৩ ব্যক্তি কবরের মধ্যে পড়ে যান। গত শনিবার এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি। স্থানীয় পুলিশ এ তথ্য দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ওই ধর্মযাজকের কাছ থেকেও প্রাথমিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনা ‘মুহূর্তটাকেই নষ্ট করেছে’ বলে একটি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন তিনি। কি কারণে পায়ের তলা থেকে মাটি সরে গেলো, তা তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা।