সিলেটপোস্ট রিপোর্ট : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দেশটির খুদি নামক স্থান থেকে ২৫ কি.মি. পূর্বে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে ইউএসজিএস। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।
গত সপ্তাহের ৭.৯ মাত্রার ভূমিকম্পের পর ৬ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে।