সিলেটপোস্ট রিপোর্ট : ডিউক ও ডাচেস অব কেমব্রিজ তাদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন চারলোট এলিজাবেথ ডায়ানা। কেট ও উইলিয়ামের এই কন্যা পরিচিত হবেন প্রিন্সেস চারলোট অব কেমব্রিজ হিসেবে। কিংসটন প্রাসাদ সোমবার এই নাম ঘোষণা করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, ব্রিটিশ রাজপরিবারের তিন সদস্যের নাম ধারণ করবেন নতুন রাজকন্যা। ওই তিনজন হলেন- চারলোটের দাদা প্রিন্স চার্লস, প্রমাতামহ দ্বিতীয় রানী এলিজাবেথ এবং উইলিয়ামের প্রয়াত মা ডায়ানা।
এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, ‘ডিউক ও ডাচেস অব কেমব্রিজ তাদের কন্যার নাম চারলোট এলিজাবেথ ডায়ানা বলে ঘোষণা করছেন খুব আনন্দের সঙ্গে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি (নতুন রাজকন্যা) পরিচিত হবেন প্রিন্সেস চারলোট অব কেমব্রিজ নামে।’ রাজকন্যার সম্ভাব্য নামের তালিকায় এগিয়েছিল চারলোট, এ্যালিস ও এলিজাবেথ।
রাজা তৃতীয় জর্জের স্ত্রীর নাম ছিল রানী চারলোট (১৭৬১-১৮১৮)। তিনি একজন সৌখিন উদ্ভিদবিজ্ঞানী ছিলেন। তার প্রথম নাম ছিল সোফি।
চতুর্থ জর্জও তার একমাত্র সন্তানের নাম রেখেছিলেন চারলোট। ওই রাজকন্যা ১৮১৭ সালে মাত্র ২১ বছর বয়সে মারা যান।
প্রসঙ্গত, ২ মে শনিবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে দ্বিতীয় সন্তান প্রসব করেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেটের প্রথম সন্তান প্রিন্স জর্জের জন্মও হয়েছিল একই হাসপাতালে, ২০১৩ সালের ২২ জুলাই।