সিলেটপোস্ট রিপোর্ট : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলিগিট-বালতিস্তান এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটিতে নিযুক্ত নরওয়ে ও ফিলিপিন্সের রাষ্ট্রদূত নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দুই রাষ্ট্রদূতের স্ত্রী ও দুই পাইলটও এ ঘটনায় নিহত হয়েছেন।
আহত হয়েছেন পোল্যান্ড ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। তবে ঠিক কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। হেলিকপ্টারটিতে ১১ জন বিদেশী নাগরিক এবং ৫ জন পাকিস্তানী নাগরিক ছিলেন।