সিলেটপোস্ট রিপোর্ট : বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার প্রতি ব্যারেল জ্বালানি তেল পাওয়া গেছে ৬৯ ডলার ২০ সেন্ট দরে। এ মূল্য ২০১৫ সালের মধ্যে সর্বোচ্চ। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হতে শুরু করায় বাড়তে শুরু করেছে ডলারের বিপরীতে রুবলের মান।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় ইরানের জ্বালানি খাতে ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে ইরান সরকার। এছাড়া, সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোরও পরিকল্পনা করছে দেশটি।
বছরের শেষ নাগাদ ৩৮ কোটি ব্যারেল তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।
বছরের শেষ নাগাদ ৩৮ কোটি ব্যারেল তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।