নিজস্ব প্রতিবেদক : ‘গ্রামীণ শক্তি’র এমডি ও সিএফও’র পদত্যাগের দাবিতে সিলেট ডিভিশনের কর্মচারিরা এক মানবন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকালে নগরীর উপশহরে এ কর্মসূচিতে বক্তারা গ্রামীণ শক্তির পাচারকৃত অর্থ ফেরত, ফিল্ড লেভেলে ৫০ শতাংশ লোক বাধ্যতামূলক, দ্রুত সময়ে বিক্রয় পদ্ধতি চালু, মোট বেতনের ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা, কর্মকর্তা-কর্মচারিদের সুযোগ সুবিধা বহাল, নিজস্ব তথ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতি, স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু, চিকিৎসার ব্যয় বহন, সরকারি ছুটিকালীন কর্মের জন্য অতিরিক্ত ভাতা প্রদান, সহকর্মীদের আইনি সহায়তা প্রদান, প্রতি ১০ বছরের জন্য একটি করে গ্র্যাচুইটি প্রদান, লভ্যাংশের উপর বিশেষ বোনাস প্রদানসহ ১৫টি দাবি জানান।
গ্রামীণ শক্তির শাহগলির রিজিওনাল ম্যানেজার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর শাখার রিজিওনাল ম্যানেজার ফয়সল আহমদের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, এএইচএম খায়রুল ইসলাম, মনির হোসেন, হারুন-উর-রশিদ, মিজানুর রহমান, খলিলুর রহমান, আল-আমীন, হাবিবুর রহমান, আশিষ বৈদ্য প্রমুখ।