সিলেটপোস্ট রিপোর্ট : স্থলসীমান্ত বিল পাসের পর এবার তিস্তা চুক্তি নিয়ে ইতিবাচক ঘোষণা দিতে আগ্রহী ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতায় মোদির আগমন উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার বৈঠক নিয়ে দিনভর চলে নানা গুঞ্জন। লোকসভা নির্বাচনে মোদির বাংলাদেশি হটাও, সারদা কেলেঙ্কারিসহ পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থনৈতিক সুবিধা- এই তিনটি ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দূরত্ব বাড়ে মমতার। আর সেই দূরত্ব কমাতেই পূর্ব ঘোষণা অনুযায়ী এবার কলকাতায় নরেন্দ্র মোদি।
শনিবার সন্ধ্যায়, কলকাতার নজরুল মঞ্চে সরকারের সামাজিক উন্নয়নের অংশ হিসেবে তিনটি প্রকল্পের উদ্বোধন করতে এসে অনির্ধারিত এক বৈঠকে মিলিত হন নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজভবনে নির্ধারিত বৈঠকে আগেই নজরুল মঞ্চের গ্রিনরুমে প্রথমদফার বৈঠকে মিলিত হন মোদি ও মমতা।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বৈঠকে আগামী জুন মাসে মোদীর ঢাকা সফরে মমতা ব্যানার্জিকে সফরসঙ্গী করে নিয়ে আসারও আগ্রহ দেখান মোদী। তবে, মমতা প্রধানমন্ত্রী মোদীর সফরসঙ্গী হবেন কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত করে কিছু না বললেও তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উত্তরবঙ্গের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার ইচ্ছা পোষণ করেন মমতা।
এর আগে, ভারতীয় সময় বিকেল পাঁচটায় পশ্চিমবঙ্গের তিনটি প্রকল্প উদ্বোধন করতে দুইদিনের সফরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান নরেন্দ্র মোদি।