সিলেটপোস্ট রিপোর্ট : তথ্য ফাঁসের দায়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) প্রাক্তন কর্মকর্তা জেফরে স্টেরলিংকে (৪৭) কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ওয়াশিংটনে এক সাংবাদিকের কাছে গোয়েন্দা তথ্য ফাঁস করে দেন জেফরে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সোমবার ভার্জিনিয়া রাজ্যের আলেকজান্দ্রিয়া ফেডারেল কোর্টে তোলা হয় জেফরেকে। তার উপস্থিতিতে রায় পড়ে শোনান আদালত। তার তিন বছর ছয় মাস কারাদণ্ড হয়েছে। বিচারক লিওনি ব্রিংকেম জেফরের উদ্দেশে বলেন, ‘আপনার মেধাবুদ্ধি আছে এবং আইন মেনে জীবন ধারণের মতো অবস্থাও আছে। কিন্তু আপনি হুমকি সৃষ্টি করেছেন।’ এ সময় আদালতে চুপচাপ দাঁড়িয়ে থাকেন জেফরে। এদিকে বিচারক আরো বলেন, ‘সংস্থার অন্য কর্মকর্তাদেরকে পরিষ্কার তথ্য দেওয়া প্রয়োজন। গোয়েন্দা কর্মকর্তাদেরও জানা উচিত, তারা যদি কোনো তথ্য ফাঁস করে তবে তাদেরও শাস্তি হবে।’নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক জেমস রাইজেনকে ইরানের পরমাণু কর্মসূচিতে ব্যাঘাত সৃষ্টির জন্য মার্কিন গোয়েন্দা তৎপরতা নিয়ে গোপন তথ্য দেন জেফরে।