সিলেটপোস্টরিপোর্ট:ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল রোমানিয়ান এক তরুণী। নাম আনা উরসি। তার শখ ছিল বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেসব ছবি পোস্ট করে চমকে দিতেন সবাইকে। এটা তার নেশায় পরিণত হয়েছিল। সেই নেশার বশেই সেলফি তুলতে আনা বেছে নিয়েছিল ট্রেনের ছাদ।মিররের ওয়েবসাইটে গত মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়, এক বন্ধুকে নিয়ে আনা পূর্ব রোমানিয়ার লাসিতে ট্রেনের ছাদের ওপর বেশ কষ্ট করে ওঠে। এরপর সে ছাদের ওপর শুয়ে পড়ে পা ওপরে তুলে সেলফি তুলতে শুরু করে। পায়ের একটা অংশ ২৭ হাজার ভোল্টের ইলেকট্রিকের তার ছুঁতেই রীতিমতো বিস্ফোরণ হয়। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে সে। হাসপাতালে নিয়ে গেলে আনাকে মৃত ঘোষণা করা হয়। আনার সেই ১৭ বছরের বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।