বিদেশ ডেস্ক॥ এবার শিশু পর্ণগ্রাফির দায়ে এক মার্কিন নাগরিককে ১৯৯ বছরের কারাদন্ড দিয়েছে মেক্সিকো। মায়ের সম্মতিক্রমে সে একটি মেয়ে শিশুর পর্ণগ্রাফি ফটো তুলেছিল। বুধবার মেক্সিকোর প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, অভিযুক্ত লোকটিকে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার মাঞ্জানিলো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একটি শিশুর পর্ণছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে তা অন্যান্য দেশে পাঠানোর অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
প্রসিকিউশন অফিস থেকে অপরাধীর পরিচয় বা মেয়েটির বয়স জানানো হয়নি। কারাদন্ড ছাড়াও অপরাধীকে ৯৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী মেয়ের পর্ণছবি তোলার অনুমতি দেয়ায় শিশুটির মাকেও সাজা প্রদান করা হয়েছে।