সিলেটপোস্টরিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চীন সফরের শুরুতেই দেশটির প্রাচীন শহর শিয়াং গেছেন। মোদির এই সফর ভারত ও চীনের বন্ধুত্বকে কেবল গভীরই করবে না, এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন মাইলফলক স্থাপন করবে। এমন প্রত্যাশাকে সামনে রেখে চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার তিন দিনের সফরে চীন পৌঁছান মোদি। এ সফর শেষে মোঙ্গলিয়া ও দক্ষিণ কোরিয়া যাবেন। গতকাল সফরের শুরুতেই মোদি যান চীনের প্রাচীন শহর শিয়াং। এটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদি বাড়ি এই শিয়াং শহরে। সেখান থেকে মোদি বেইজিং ও সাংহাই যান। মোদি আত্মপ্রত্যয়ের সঙ্গে আশা প্রকাশ করেন, তার এই সফরে পারস্পরিক আস্থার বিষয়টি গভীর হবে এবং দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়নে তিনি সক্ষম হবেন। চীনের সাংবাদিকদের সঙ্গে মোদি গত বুধবার নয়াদিল্লিতে অনেকক্ষণ কথা বলেন। তিনি তাদের বলেন, তার এই সফর শুধু ভারত-চীন সম্পর্ককেই এক অন্য উচ্চতায় নিয়ে যাবে তা-ই নয়, তা এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। চীনের সঙ্গে ভারতের যে বিরোধ রয়েছে, এর উল্লেখ করে মোদি বলেন, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এসব মোকাবিলা করা হচ্ছে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভূত উন্নতি হয়েছে। চীনের পর মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফর শেষে ১৯ মে দেশে ফিরবেন মোদি।প্রসঙ্গত,ক্ষমতায় আসার পর এটিই মোদির প্রথম চীন সফর। সফর উপলক্ষে গত সপ্তাহে এক টুইট বার্তায় মোদি বলেন, এই সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগীতার ক্ষেত্রকে আরও প্রসারিত করে বলে আমি বিশ্বাস করি। চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী দেশ। ২০১৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭ হাজার ১শ কোটি ডলার।