সিলেটপোস্ট ডেস্ক ॥ ছাত্রদের নতুন বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ বাংলার প্রায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ইনডোরে আসছেন৷ এই প্রথম বড় কর্মশালার আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে৷ প্রস্তুতি তুঙ্গে৷ ইনডোরে বড় মঞ্চ তৈরি করা হয়েছে৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি ইতিমধ্যে জানিয়েছেন, আজ থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে৷ শোকপ্রস্তাব পাঠ করেই অধিবেশন শেষ হয়ে যাবে৷ সোমবার থেকে টানা চলবে এই অধিবেশন৷ মুখ্যমন্ত্রী বেলা ১২টা নাগাদ ইনডোরে যাবেন৷ এই সভার জন্য বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক কয়েকদিন পর করা হবে বলে পার্থ চ্যাটার্জি জানিয়েছেন৷ সরকারের ৪ বছরের উন্নয়নের সাফল্য নিয়ে এবার ছাত্রদের প্রচারে নামার নির্দেশ দেওয়া হচ্ছে৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ে সরকারের কাজের প্রচার করতে হবে৷ গাইড লাইন দিয়ে একটি পুস্তিকাও ইনডোরের সভা থেকে প্রকাশ করা হবে বলে পার্থ জানান৷ তিনি বলেন, আমরা সকলে মমতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি৷ গত কয়েকদিন ধরে এই কর্মশালাকে সফল করতে বিভিন্ন জেলায় ঘুরেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অশোক রুদ্র৷ তিনি এখন ইনডোরে সভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত৷ শুধু কলেজ বিশ্ববিদ্যালয় নিয়েই নয়, আই টি আই-সহ বিভিন্ন পলিটেকনিক কলেজ থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ইনডোরের সভায় আসবেন৷ মমতা ছাড়াও উপস্হিত থাকবেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শঙ্কুদেব পন্ডা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অশোক দেব প্রমুখ৷ ইনডোরের সভা শেষ করেই মমতা যাবেন নবান্নে৷ এর আগেও ছাত্র পরিষদের সভা হয়েছে৷ তবে কর্মশালা এই প্রথম৷ মমতা বারবারই বলেছেন, শিক্ষাক্ষেত্র স্বাভাবিক রাখার জন্য ছাত্রদের অনেক দায়িত্ব আছে৷ শিক্ষকদের সম্মান করতে হবে, এমন কিছু কাজ করা উচিত হবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়৷ পড়াশোনার পাশাপাশি রাজনীতিও করতে হবে৷ জোর করে কাউকে রাজনীতিতে আনা চলবে না৷ শিক্ষাক্ষেত্রে সবসময় ইউনিয়নের কাজ করা যাবে না৷ সংগঠনকে শক্তিশালী করতে হবে৷ যারা তৃণমূলের সঙ্গে নেই, তাদের কাছেও যেতে হবে৷ ছাত্ররাই দেশের ভবিষ্যৎ৷ আগামী দিনে তাদের পথ ধরে বাংলা এগিয়ে যাবে৷ তৃণমূলের নেতারা মনে করছেন, মমতা আজ সভা থেকে ছাত্রদের উদ্দেশে আরও অনেক বার্তা দেবেন৷ পার্থ ইতিমধ্যেই ছাত্রদের জানিয়ে দিয়েছেন, শিক্ষাক্ষেত্রে কোনও গোলমালে জড়িয়ে পড়া চলবে না৷ আচরণ সংযত করতে হবে৷ অন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গেও ভাল ব্যবহার করতে হবে৷ ঘেরাও করা চলবে না৷ যদি কোনও বক্তব্য থাকে তা হলে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে৷