সিলেটপোস্ট ডেস্ক:নিরাপত্ত্বাহিনীর সাথে সংঘর্ষে আফগানিস্তানের কান্দুজ প্রদেশে ১৮ তালেবান সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে কান্দুজের বাগ-শুরকাত এলাকায় নিরপত্তাবাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘর্ষ হয়।প্রাদেশিক পুলিশপ্রধান আবদুল সবুর নাসরাতি বলেছেন, ‘এতে অন্তত ১৮ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন।’ এই সংঘর্ষে আরও ছয় তালেবান যোদ্ধা ও পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।সংঘর্ষের কথা স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তিনি দাবি করেছেন, সংঘর্ষে ১৫ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। যদিও এই দাবি অস্বীকার করেছেন নাসরাতি।