সিলেটপোস্ট রিপোর্ট ॥ গত বছরের ঘটনা৷ দক্ষিণ দিল্লিতে মাদক ও দেহ ব্যবসা নিয়ে পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথে নেমেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ সঙ্গে ছিলেন মণীশ শিশোদিয়া, রাখি বিড়লা, সোমনাথ ভারতী, সঞ্জয় সিং ও আশুতোষ জয়সওয়াল৷ নিষেধাজ্ঞা সত্ত্বেও রেলভবন সংলগ্ন পথ আটকে ধর্না, বিক্ষোভ আন্দোলন, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়ায় ১৪৪ ধারায় আপ নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল দিল্লির এক আদালতে৷ জামিন পেয়ে যান তাঁরা৷ এর পর একাধিক বার তলব পড়লেও আদালতে যাননি তাঁদের কেউই৷ শুনানির শেষ তারিখেও আদালতে তাঁদের দেখা না পাওয়ায় ভর্ৎসনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকাশ জৈন৷ এবং তার পরেও আদালতে উপস্হিতি থেকে অব্যাহতি চেয়েছিলেন কেজরিওয়ালরা৷ তবে আদালত জানায়, তা সম্ভব নয়৷ এর পর আজ আদালতে আসতে একরকম বাধ্যই হলেন কেজরিওয়াল ও তাঁর সঙ্গীরা৷ শহরের বাইরে থাকায় আজও উপস্হিত থাকতে পারেননি সঞ্জয় সিং৷ কেজরিওয়াল ও তাঁর সঙ্গীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী এইচ এস ফুলকা এবং আর কে ওয়াধওয়া৷ তাঁরা জানিয়েছেন কেজরিওয়ালদের চার্জশিটের কিছু আর যা প্রয়োজনীয় নথি দরকার, তার সবটা দেয়নি আদালত৷ এর পর যেখানে মামলা দায়ের হয়েছিল, সেই পার্লামেন্ট স্ট্রিট থানাকে প্রয়োজনীয় নথির প্রতিলিপি, দুটো সিডি এবং অভিযুক্তদের ভাষণের অডিও টেপ জমা দিতে বলে আদালত৷ এ বিষয়ে পরবর্তী শুনানি ৪ আগস্ট৷