সিলেটপোস্ট রিপোর্ট ॥ দুই শিশুকন্যার ওপর যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় বারাসত অশ্বিনী পল্লীর বাসিন্দা সন্দীপ দাস নামে এক কম্পিউটার শিক্ষককে৷ শুক্রবার তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত৷ এদিন দুপুর সওয়া তিনটে নাগাদ বারাসত আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শান্তনু ঝা এই রায় দেন৷ এই মামলার সরকারি আইনজীবী বিপ্লব রায় জানান, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস (পকসো) ৪ ও ৬ নম্বর ধারায় এদিন আদালত সন্দীপ দাসকে দোষী সাব্যস্ত করে৷ ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও করে৷ জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক৷ আইনজীবী বিপ্লব রায় জানিয়েছেন, শুধুমাত্র পকসো মামলাতেই প্রথম কাউকে অভিযুক্ত করা হল দেশের মধ্যে৷ অন্য ধারার সঙ্গে পকসো আইনে অনেককে অভিযুক্ত করা হলেও সন্দীপ দাসই প্রথম অভিযুক্ত, যাকে শুধুমাত্র পকসো আইনে সাজা দেওয়া হল৷ উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর বারাসতের মহিলা থানায় সন্দীপ দাসের বিরুদ্ধে এক শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়৷ মামলার তদন্তকারী পুলিস অফিসার সীমা দত্তরায় ঘটনার ৮ দিনের মাথায় বারাসত আদালতে চার্জশিট জমা দেন৷ ১৩ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন এবং প্রায় ২০ মাস বিচার পর্ব চলার পর সন্দীপকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক৷