সিলেটপোস্টরিপোর্ট: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূয়সী প্রশংসা করেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে এক বৈঠকে তিনি মাহমুদ আব্বাসকে ‘শান্তির দেবদূত’ বলে আখ্যা দিয়েছেন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ঐতিহ্যগত উপহার সামগ্রী বিনিময়ের সময় পোপ ফ্রান্সিস এ মন্তব্য করেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টকে তিনি একটি বড় আকারের একটি পদক উপহার দেন। পদকটির ব্যাখ্যা দিতে গিয়ে পোপ বলেন, এটা যুদ্ধের অশুভ শক্তিকে ধংসকারী শান্তির দেবদূতের প্রতীক। মাহমুদ আব্বাসের জন্য এ উপহার উপযুক্ত উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, কারণ তুমি একজন শান্তির দেবদূত।