সিলেটপোস্টরিপোর্ট: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নানা রকমের ইমেজ সৃষ্টি করেছেন। কখনো তাকে দেখা গেছে একজন এথলেট হিসেবে, কখনো জুডো খেলোয়াড়, ফ্যাশন-দুরস্ত, অথবা খালি গায়ে বসে আছেন ঘোড়ার ওপর, আবার কখনো তাকে দেখা গেছে যুদ্ধবিমানে। মিডিয়ায় তৈরি এসব ইমেজে ৬২ বছর বয়সী মি. পুতিন হচ্ছেন ‘ম্যান অফ অ্যাকশন।’
তিনটি মেয়াদের এই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে গত মার্চ মাসে কিছু প্রশ্নের জন্ম হয়েছিলো। তার এসব ছবি খুব দ্রুত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতে। রোববার যেমন ছড়িয়ে পড়েছে তার হকি খেলার ছবি।
তার এসব ছবি নিয়ে অনেক ব্যাঙ্গ বিদ্রূপও করা হয় সেখানে। অনেকে কৌতুকও করেছেন। প্রেসিডেন্ট পুতিন আজ এক আইস হকির ম্যাচে অংশ নিয়েছিলেন এবং খেলায় তিনি একের পর এক গোল করে গেছেন।
একাই আটটি গোল করেছেন তিনি। তার দল জিতেছে ১৮-৬ গোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর উদযাপন উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিলো।
উইন্টার অলিম্পিকের শহর সচিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেফ মাঠের বাইরে বসে তার প্রেসিডেন্টের খেলা দেখেছেন।