সিলেটপোস্টরিপোর্ট: লেবার পার্টির ডেপুটি লিডার পদে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। চলতি বছরের সেপ্টেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে রুশনারার গণমাধ্যম উপদেষ্টা সৈয়দ মনসুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটেনে গত ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে ভরাডুবি হয় লেবার পার্টির। ফলে দল থেকে পদত্যাগ করেন বিরোধী নেতা এড মিলিব্যান্ড। তার পদত্যাগের পর দলের ডেপুটি লিডার হ্যারিয়েট হারম্যান ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও পদত্যাগের ঘোষণা দেন। আর এই পদে এখন লড়তে যাচ্ছেন রুশনারা আলী।
দলীয় সূত্রে জানা গেছে, লেবার পার্টির লিডার বা ডেপুটি লিডার হতে হলে ৩৫ জন এমপির সমর্থন লাগে। রুশনারা আলী দাবি করেছেন মৌখিকভাবে এ সংখ্যক এমপির সমর্থন পেয়েছেন।