সিলেটপোস্ট রিপোর্ট : বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন৷ তেল কোম্পানিগুলির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত৷ তারা অবশ্য ধর্মঘট বলে ঘোষণা করেনি এই কর্মসূচিকে৷ তাদের ঘোষণা, পেট্রল, ডিজেল কিনবে না বৃহস্পতিবার থেকে৷ এর জেরে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা৷ বুধবার তারা কলকাতায় আই ও সি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়, স্মারকলিপি জমা দেয়৷ এদিন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরদিন্দু পাল জানান, মৌরিগ্রাম, বজবজ এবং হলদিয়া– এই তিন টার্মিনাল থেকে তেল কিনব না৷ বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য৷ সমস্যা না মিটলে কলকাতাসহ রাজ্যের বড় অংশে পেট্রল, ডিজেলের জন্য ব্যাপক চাহিদা তৈরি হবে৷ কেন এই সিদ্ধান্ত? তাঁর ব্যাখ্যা, বাধ্য হয়েই তেল না কেনার সিদ্ধান্ত নিতে হচ্ছে৷ টার্মিনাল চূড়ান্ত হয়রান হতে হচ্ছে৷ তেল সংস্হার আধিকারিকরা ডিলারদের সঙ্গে দুর্ব্যবহার করছে৷ পাশাপাশি তারা সরকারের নির্দেশ অমান্য করছে৷ অভিযোগ তাঁর৷ শরদিন্দুবাবুর সংযোজন, আইনশৃঙ্খলা পরিস্হিতি আর একটি দিক৷ আরও কিছু অভিযোগ করেন তিনি৷ এর মধ্যে রয়েছে তেল সংস্হা পণ্যে ভেজাল দিচ্ছে, পরিমাণেও কারচুপি রয়েছে৷ ডিলারদের গাড়ি আটকে দেওয়া, দিনে একটির বেশি ট্যাঙ্কার নিয়ে গেলে অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে৷ অভিযোগের তীর তেল সংস্হার আধিকারিকদের বিরুদ্ধে৷ তিনি বলেন, অবিলম্বে এই সমস্যার সমাধান চেয়ে বৃহস্পতিবার থেকে পণ্য না কেনার সিদ্ধান্ত নিয়েছি৷ অনির্দিষ্টকালের জন্য পণ্য কিনব না বলে ঠিক হয়েছে৷